এপিবিএন’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ৬:৫৯:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার হেফাজতে থাকা ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
গ্রেফতার মাদক ব্যবসায়ী মোস্তাক আহম্মদ (৪০) জকিগঞ্জ উপজেলার খাসেরা গ্রামের মৃত আজব আলীর ছেলে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চালিয়াকাপন গ্রামের মরিচা যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় এসআই (নি.) মো. আবু তাহের বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।