ওসমানীনগরে কলেজ ছাত্রের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৩, ৬:৩৩:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগর উপজেলার বিশাল দেব বিমান (১৯) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রামের বিধান দেব’র ছেলে ও তাজপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে নিজ ঘরে দরজা বন্ধ করা অবস্থায় গলায় গামছা দিয়ে ফাঁস দেয় বিশাল দেব বিমান। পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের টিন খুলে ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তা তাকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশাল দেব বিমানের পারিবারিক একটি সূত্র নিশ্চিত করেছে প্রেম সংক্রান্ত বিষয়ে বিশাল আত্মহত্যা করতে পারে।