মেজরটিলায় স্বামীর হাতে নববধূ খুন
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৩, ৮:১০:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পারিবারিক কলহের জের ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে নববধূ স্ত্রীকে খুন করলো ঘাতক স্বামী। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে নগরীর মেজরটিলা এলাকার নাথপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম সিমলা রানী নাথ (২১)। তিনি স্বামীকে নিয়ে নুরপুর বিয়ানী হাউসে ভাড়া থাকতেন।
এদিকে হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক স্বামী বিশ্বজিৎ দেব নাথ। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেব নাথের ছেলে।
জানা যায়, সিমলা রানী নাথ নগরীর নয়াসড়ক এলাকায় একটি কসমেটিক্সের দোকানে চাকরি করতেন। পাশাপাশি সিলেট সরকারি মহিলা কলেজে অনার্সে অধ্যয়ন করছেন। বিয়ের পর থেকে বেকার স্বামীকে কিছু একটা করার জন্য তাগাদা দিলেও বিশ্বজিৎ সিমালর কথা শুনতো না। এনিয়ে দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েকদিন আগে সিমলা স্বামীর বাসা ছেড়ে চলে যান বাবার বাড়িতে।
গত বৃহস্পতিবার দুপুরে বিশ্বজিৎ তারা কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে সিমলা নয়াসড়কস্থ কর্মস্থলে গিয়ে তাকে নানাভাবে হুমকি ধমকি দেয়। এঘটনায় ওইদিন সিমলার বাবা এসএমপির শাহপরান থানায় সাধারণ ডায়েরী করেন। এ ক্ষোভে শুক্রবার দুপুরে বিশ্বজিৎ মেজরটিলাস্থ নাথপাড়ায় সিমলার বাবার বাড়িতে যায়। একপর্যায়ে বিশ্বজিৎ স্ত্রী সিমলাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নিহতের বাবা জিতেন্দ্র দেব নাথ জানান, ৬/৭ মাস আগে বিশ্বজিতের সাথে সিমলার বিয়ে হয়। তার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। আর ভাই বোনেরাও সরকারি চাকরি করে। কিন্তু বিশ্বজিত নিজে কোন চাকরি বা কিছু করতো না, বেকার ঘুরে বেড়াতো আর আড্ডাবাজিতে মেতে থাকতো।
এ ব্যাপারে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দৈনিক জালালাবাদকে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। জড়িত ব্যক্তিকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।