তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ৭:১৩:২৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের ডিডিআর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার বিভুধান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসাইন, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, ওয়ার্ল্ড ভিশন ডেপুটি ডাইরেক্ট মঞ্জুমারিয়া পালমা, সিনিয়র ম্যানেজার সিলেট এরিয়া সমন্বয়ক কাজল ধং, টেকনিক্যাল ম্যানেজার স্বাস্থ্য পুষ্টি ও ওয়াস কর্মসূচি ডাঃ সন্তোষ কুমার দত্তসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।