ছাতকে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৩, ৯:২১:৫২ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে টেকাব ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে সকল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান ও সর্বোচ্চ ফলাফলকারীদের ৪ জনকে ৪টি ল্যাপটপ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।
গত ২ মে ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছিল।
রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
এ সময় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপ-পরিচালক মো. আসাদ মিয়া, ভ্রাম্যমাণ কম্পিউটার ট্রেনিং এর প্রশিক্ষক সাজিদুল ইসলাম, সহ উপজেলা কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।