সুনামগঞ্জে গোলাম রব্বানীর নামে সড়ক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৭:০৫:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মরহুম গোলাম রব্বানীর নামে সড়কের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার সকাল ১১ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জামাইপাড়া পয়েন্টে নামফলক উন্মোচন করে সড়কের উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন গোলাম রব্বানীর সহধর্মিনী সাবেক সংসদ সদস্য এডভোকেট শামসুন্নাহার রব্বানী শাহানা, বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম নিক্কু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদীন, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের খবর এর সম্পাদক পংকজ দে, গোলাম রব্বানীর ছেলে কেন্দ্রীয় যুবলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বাী স্মরণ।