শান্তিগঞ্জে ঠিকানা পেলেন গৃহহীন ৫০ পরিবার
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৩, ৬:৫৮:০৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্বপ্নের ঠিকানা পেলেন গৃহহীন আরও ৫০টি পরিবার। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারা দেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) নির্মিত ৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়ালী উদ্বোধনী অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, এস.আই মোহন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মাদ জমিরুল ইসলাম সহ-সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমদ সহ প্রমূখ।