ছাতকে এসএসসি-দাখিল উত্তীর্ণদের শিবিরের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৮:২৭:৫৪ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: ছাত্রশিবির ছাতক উপজেলা পূর্ব আদর্শ শাখার উদ্যোগে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদরেকে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করেছে।রোববার দুপুরে ছাতক উপজেলা পূর্ব আদর্শ শাখার সভাপতি আব্দুল মুমিন এর সভাপতিত্বে সংগঠনের সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ নাইম আহদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি তাহমিদ আহমদ, জেলা সাহিত্য সম্পাদক শামিম আহমদ, মাহমুদুল বারী চৌধুরী মুসাদ্দিক, তাজুল ইসলাম, হা ইউনুস।উক্ত অনুষ্টানে আরও উপস্থিাত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।