ব্ল্যাকমেইল করে কিশোরী ধর্ষণ, সিলেটে ইউটিউবার গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ৮:৫১:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কিশোরীকে ধর্ষণ ও ব্যাকমেইলের অভিযোগে ইউটিউবার পরিচয়দানকারী আল আমিন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তেতুলবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে।
র্যাব-১১ ও র্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে তাকে দক্ষিণ সুরমা উপজেলার কুশিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, গ্রেফতার আসামি আল আমিন সিদ্ধিরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামী। সে নিজেকে একজন ইউটিউবার হিসেবে পরিচয় দিয়ে থাকে। আল আমিন মামলার বাদীর প্রতিবেশী।এ পরিচয়ের সূত্র ধরে সে ভিকটিমের সঙ্গে এক মাস আগে সখ্য গড়ে তুলে। গত ১৮ জুলাই দুপুরে আল আমিন বাদীর বাড়িতে এসে তার মেয়েকে (১৬) ফুসলিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যায়। ভিকটিম তার রুমে প্রবেশ করা মাত্র দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ করে এবং এর ভিডিও ধারণ করে রাখে। ভিকটিম লোক-লজ্জার ভয়ে বিষয়টি কাউকে বলেনি।
পুনরায় ২১ জুলাই দুপুরে আল আমিন ভিকটিমকে তার আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করে আবারও ভিডিও ধারণ করে রাখে। এরই প্রেক্ষিতে ভিকটিমের বাবা ইমন সরকার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলা করার পর থেকে আসামি আল আমিন আত্মগোপনে চলে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার মোগলাবাজার থানাধীন দক্ষিণ কুশিঘাট বাজারের ইসরাক এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব।