টুকেরবাজারে ইয়াবা কারবারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৬:৩৫:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা মো: শাহেদ খান (৪১)। সে সদর উপজেলার কুমারগাও এলাকার মৃৃত আব্দুল আজিজ খানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজারস্থ সবজি মার্কেট সংলগ্ন কালাম মিয়ার কলোনিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে জালালাবাদ থানার এসআই মো: আসাদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।