ছাতকে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ৭:২৮:৫০ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি:খেলাফত মজলিস ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জাউয়াবাজারে বিশাল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিল শেষে খেলাফত মজলিসের ইউনিয়ন সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কালামের পরিচালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: আছাদুর রহমান, যুব জমিয়ত ছাতক উপজেলা সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, যুব মজলিস ছাতক উপজেলা সভাপতি হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান প্রমূখ।
সভায় বক্তারা গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা এবং অবিলম্বে ফিলিস্তিনের উপর হামলা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি উদাও আহবান জানান।