সিলেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৮:০০:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে যাত্রী সেজে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় তিন জনকে আটক করে পুলিশে দিয়ে জনতা। এ সময় আরেকজন পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে মহানগরীর লাক্কাতুরা এলাকা থেকে আটক ওই তিনজনকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো- হাসান আলী (২৫), মো: হোসেন মিয়া (২৪) ও জুবায়ের আহমদ (২৪)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর আম্বারখান থেকে একটি অটোরিকশা ভাড়া নেয় ওই চারজন। একপর্যায়ে লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম পাশের চিতলমাটি এলাকায় নিয়ে চালক মো: জয়নাল উদ্দিন (৩৯) কে মারধর ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তিন জনকে আটক করলেও অপরজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই তিনজনকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে এসএমপির এয়ারপোর্ট থানা ওসি বলেন, এ ঘটনায় অটোরিকশা চালক বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আটক তিন জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধরার চেষ্টা চলছে।