ফিলিস্তিনে হামলার প্রতিবাদে দোয়ারায় বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৭:৩১:২০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে সংশপ্তক উদীয়মান ছাত্র পরিষদ।শনিবার বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে।সংশপ্তক উদীয়মান ছাত্র পরিষদের সভাপতি মোঃ সারোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাস্টার, মাওলানা জমির উদ্দীন, সমাজসেবক মোঃ ইকবাল হোসেন বুলু, মোঃ মনির উদ্দিন, ব্যবসায়ী ইকবাল হোসেন আকুল, সুরমা ইউপি সদস্য হাছান আলী, সমাজ সেবক হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলিম ইসরায়েলের এই নির্যাতন অবশ্যই প্রতিহত করবে। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে।