সুনামগঞ্জে গাড়ি ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৭:০৩:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে সুনামগঞ্জ-সিলেট সড়কের পশ্চিম হাজীপাড়া এলাকায় হামলা চালিয়েছে বিএনপি সমর্থকরা। এসময় একটি কাভার্ডভ্যান, সিএনজি ও অটোরিক্সা ভাংচুর করা হয়েছে। বুধবার দুপুরে সাকির্ট হাউজের সামনে সিলেট থেকে আসা একটি ওষুধ কোম্পানির গাড়ি লক্ষ্য করে বিএনপি’র ১০-১৫ জন নেতাকর্মী হঠাৎ করেই বেরিয়ে এসে গাড়িতে ইটপাটকেল ছুঁড়ে মারে। এসময় গাড়ির চালক আহত হয়েছেন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে পশ্চিম হাজীপাড়ার সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশের টহল জোরদার করা হয়।গাড়ির চালক রফিকুল ইসলাম জানান, সিলেট থেকে গাড়ি নিয়ে এসে সুনামগঞ্জের ঢুকার পর হঠাৎ করে ১০-১৫ জন ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাংচুর করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন বললেন, এ ঘটনায় সাথে সাথে রুমেন আহমদ নামের একজনকে আটক করা হয়েছে। হামলাকারীদের মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীরকে ভিডিও ফুটেজে শনাক্ত করা গেছে। অভিযুক্তদের ভিডিও দেখে সনাক্তকরণের এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সবাইকে ধরতে অভিযান অব্যাহত আছে।