শিবগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাই
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৮:৩৭:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জস্থ সেবা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী আরজু মিয়া (৩০) শাহজালাল উপশহরের সি ব্লকের ৪৪ নম্বর সড়কের ৬৫ নম্বর বাসার আবদুল হাশেমের ছেলে। তিনি উপশহর এবিসি পয়েন্টে বালু-পাথরের ব্যবসা করেন।
জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে আরজু মিয়া শিবগঞ্জ থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সেবা রেস্টুরেন্টের সামনে আসলে মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক তার গতিরোধ করে। এ সময় আরজু মিয়াকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে শাহপরাণ থানার (রহ.) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।