আরিফের বাসায় ককটেল বিস্ফোরণ : শনাক্ত হয়নি জড়িতরা, পুলিশ বলছে চেহারা অস্পষ্ট
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৮:৪১:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। তবে পুলিশ বলছে, চেহারা অস্পষ্ট থাকায় শনাক্ত করতে সমস্যা হচ্ছে।
এ অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে এই পরিবেশ কখনো ছিল না যে নেতাদের বাড়িঘরে হামলা। পরিবার নিয়ে বাড়িঘরে থাকা নিরাপদ না।
বুধবার রাত ৮টায় এ তথ্যটি জানিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো: আজবাহার আলী শেখ বলেন, পুলিশ ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় সাবেক মেয়র থানায় সাধারণ ডায়েরি কিংবা কোন মামলা করেননি।
এরআগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়াস্থ মেয়রের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দু’জন ব্যক্তি আরিফুল হক চৌধুরীর বাসভবনের প্রধান ফটকের দিকে দুটি এবং ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। দু’জনের সঙ্গে থাকা অপর এক ব্যক্তি বিস্ফোরণের দৃশ্য মুঠোফোনে ভিডিও করে। পরে তারা দ্রুত পালিয়ে যায়।
আরিফুল হক চৌধুরী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদে আছেন। এরআগে মেয়র থাকা অবস্থায় গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে তিনি দলীয় নির্দেশনা মেনে অংশ নেননি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো: আনোয়ারুজ্জামান চৌধুরী জয়ী হন। গত ৭ নভেম্বর আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে মেয়রের দায়িত্ব হস্তান্তর করেন আরিফুল হক চৌধুরী।