সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা : কাউন্সিলর নিপুসহ ১০ জন আসামি করে মামলা
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৮:৪৫:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরের বালুচরে নিজ দলের ক্যাডারদের হাতে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ খুন হন। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরন মাহমুদ নিপুসহ ১০ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, হত্যাকান্ডের পরপরই কাউন্সিলর হিরন মাহমুদ নিপু পলাতক রয়েছেন। আটক দু’জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে নগরের বালুচর টিবিগেট এলাকা দিয়ে যাওয়ার পথে কয়েক যুবক আরিফকে (১৯) ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে আরিফের মৃত্যু হয়।
আরিফ আহমদকে কুপিয়ে ফেলে যাওয়ার সময় দৌড়ে সেখানে গিয়েছিলেন মা আখি বেগম। তিনি বলেন, ঘটনার পরপরই আমি সেখানে গিয়ে দেখেছি, সাদা পাঞ্জাবি পরে হিরণ মাহমুদ নিপু মোটরসাইকেলে উঠে চলে যাচ্ছিলেন। পরে তিনি স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ছেলেকে সিএনজিচালিত অটোরিকশায় নিয়ে হাসপাতালের পথে রওনা হন। যাওয়ার পথে ছেলে তাকে বলেছেন, হিরণ মাহমুদ, রনি, মামুন, হেলালসহ ১৫-২০ জন মিলে তার ওপর হামলা চালিয়েছেন।