সিলেটে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৮:৩৮:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে গেছে বাসের পুরো সিট। শনিবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে কে বা কারা কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একটি বাসের দরজা-জানালা ভাঙচুর করে বাসে আগুন দেয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই আগেই বাসের ভেতরে বেশ কয়েকটি সিট পুড়ে যায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে গিয়ে কয়েকটি সিটে আগুন ধরিয়ে দেয়। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।