দক্ষিণ সুরমায় জুয়াড়ি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৮:৫৬:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর বাজারে এক জুয়াড়িতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার জুয়াড়ির নাম আলি হায়দার আলিম (২৫)। সে কুমিল্লার নাঙ্গলকুট গ্রামের সিরাজ মিয়ার ছেলে। বর্তমানে আলিম রশিদপুর এলাকায় থাকেন।
স্থানীয় সূত্র জানায়, আলিমের মাধ্যমে বেশ কয়েক দিন ধরে রশিদপুর এলাকায় তীর নামক জুয়া খেলার আসর বসে। মঙ্গলবার রাত ৮টার এভাবে আসর বসালে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন- ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।