গোলাপগঞ্জে মোটরবাইকসহ চোর চক্রের সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ৮:৪১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৭)। এসময় তার হেফাজতে থাকা একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. জামিল উদ্দিন (২৪) গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ফুলসাইন্দ গ্রামের মুন্সি বুরহান উদ্দিনের ছেলে।
এপিবিএন-৭ এর মিডিয়া সেল জানায়- শুক্রবার বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. আছাবুর রহমানের নেতৃত্বে লক্ষণাবন্দের ক্লাব টানিং পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে জামিল উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই (আরওয়ান ফাইভ) মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
জিজ্ঞাসাবাদে জামিল জানায়, সে দীর্ঘদিন থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এ ঘটনার ধৃত ব্যক্তির বিরুদ্ধে এসআই (নিঃ) আবুল বাশার বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।