সৌদিতে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৯:০৪:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া (২১) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া মারা যান। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও গ্রামের মো. নুরুল ইসলাম (নুরুর) ছেলে।প্রতিবেশী প্রবাসীদের সূত্রে জানা যায়, রোববার সন্ধায় কাজ থেকে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।রিপনের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত তিনমাস পূর্ব সৌদি আরবে যান।
স্থানীয় ইউপি সদস্য ওমর গনি জানান, রোববার সন্ধায় কাজ থেকে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।