দিরাইয়ে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ৮:০৭:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাই উপজেলার মুখ-পা বাঁধা অবস্থায় সুজিত বর্মন নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়নগর এলাকার কালনী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুজিত বর্মন (২৫) উপজেলার চান্দপুর গ্রামের শ্যামা বর্মনের ছেলে। পুলিশ ঘটনাটি হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা কালনী নদীর পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুমানগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সুমানগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শহিদুল হক মুন্সী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যা মনে হচ্ছে। তবে এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।