তাহিরপুরে নতুন ইউএনও’র যোগদান
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৬:০০:৩৫ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন যোগদান করেছেন। বৃহস্পতিবার সকালে নিজ দপ্তরে যোগদান করে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ হাসান উদ দোলা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, সমবায় কর্মকর্তা আশীষ আর্চাজী, হিসাবরক্ষণ কর্মকর্তা রমজান আলীসহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
সালমা পারভিন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানের পূর্বে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।