গোলাপগঞ্জে কাভার্ড ভ্যানে আগুন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৭:১৯:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। আগুনে কাভার্ড ভ্যানটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি মাইজভাগ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ আলমগীর বলেন, জকিগঞ্জের শাহগলি থেকে লালাবাজারে আমাদের কোম্পানির ডিপোতে আসছিলাম। হঠাৎ করে মাইজভাগ নামক স্থানে আসলে দুটি মোটরসাইকেলযোগে ৭-৮ জন মুখোশধারী লোক গাড়ির গতিরোধ করে। পরে আমাকে ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে তারা গাড়িতে আগুন ধরিয়ে চলে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন দৈনিক জালালাবাদকে বলেন, হরতার-অবরোধকারী ঘটনা ঘটিছে। দু’টি মোটরসাইকেলে ৬ জন যুবক কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। অগ্নিকাÐের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।