ছাতক রংপুর দাখিল মাদরাসার বার্ষিক মহাসম্মেলন
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৩, ৪:৫৫:১৮ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, মানুষের জীবন চলার পথে পরিবেশ ও প্রতিবেশকে ইতিবাচক ও কল্যাণকর রূপে ব্যবহারের পরিশীলিত সুবিন্যস্ত জ্ঞানই হলো বিজ্ঞান। আল কুরআন মানবতার মুক্তির মহাগ্রন্থ ও শ্রেষ্ঠতম মহাবিজ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা ইয়াসিনে জানিয়ে দিয়েছেন- ‘শপথ বিজ্ঞানময় কুরআনের।’ কুরআন মাজীদের প্রথম অবতীর্ণ পাঁচটি আয়াতেও তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে, ‘পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন; যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্তপি- থেকে। পড়ো; আর তোমার রব মহীয়ান; তিনি কলমের মাধ্যমে শিক্ষাদান করেছেন, মানুষকে তা শিখিয়েছেন, যা সে জানতো না।’ (সূরা আলাক)।
তিনি বলেন, বিজ্ঞানীরা তাদের নানা আবিষ্কারে কুরআন থেকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়েছেন; তাদের তথ্য ও তত্ত্বগুলো কুরআনিক সূত্রের অনুকূলে এসেছে। বিশ্বের বহু সেরা বিজ্ঞানী কুরআন পড়ে ইসলাম গ্রহণ করেছেন।
তিনি বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার রংপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা আয়োজিত ১৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল হাই ও প্রতিষ্ঠাতা সুপার ক্বারী মাওলানা আবুল কালামের সভাপতিত্বে এবং মাদরাসার সুপার মাওলানা জামিল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন দোয়ারাবাজার কলাউরা ফাজিল (ডিগ্রী) মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আব্দুস সাত্তার, ছাতক সিমেন্ট কোম্পানী জামে মসজিদের ইমাম ও খতীব ক্বারী মাওলানা মুজিবুর রহমান, আলেমেদ্বীন মাওলানা আব্দুল হাই আল হাদী ও ক্বারী ইসমাইল হোসেন সিরাজী। বিজ্ঞপ্তি