জৈন্তাপুরে ভারতীয় চোরাই শাড়িসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ৭:৪০:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ৪৯৯টি ভারতীয় শাড়ি উদ্ধারসহ ফয়সল আহমদ (২৪) নামের একজনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুইজন চোরাকারবারি পালিয়ে যায়।
আটক যুবক গোয়াইনঘাট উপজেলার রাধানগর গ্রামের মোজাম্মিল আলীর ছেলে। এ সময় চোরাই পণ্য পরিবহণের দায়ে একটি পিকআপ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, শুক্রবার মধ্যরাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার ফতেহপুর ইউনিয়নের চাঁনঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই শাড়ি আটক করে। যার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৪৮ হাজার ৭০০টাকা। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।