সুনামগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শামছুল আবেদীন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৭:১৫:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নানা ষড়যন্ত্রের অভিযোগ ও সুষ্টু ভোট না হওয়ার আশংকায় দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনএম এর প্রার্থী. সাবেক সংসদ সদস্য দেওয়ান শামছুল আবেদীন।
মঙ্গলবার বিকাল ৩ টায় তার নিজ বাসবভনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলের প্রার্থী দেওয়ান শামছুল আবেদীন বলেন, আমি নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই আমার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। ইসি থেকে আমার মনোনয়ন বাতিল করা হয়। হাইকোর্টের পর সুপ্রীম কোর্টে মনোনয়ন ফিরে পাই। প্রতিক দিতেও রিটার্নিং কর্মকর্তা গড়িমসি করে সময় ক্ষেপণ করেছেন। দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডটাই নাই। আমার সমর্থিত মানুষদের ক্ষমতাশীনরা হামলা চালিয়েছে মারধর করেছে, তাছাড়া যাদের বিরুদ্ধে অনেক পুরোনো রাজনৈতিক মামলা ছিলো সেগুলো দেখিয়ে আবারও আমার মানুষদের উপর হামলা চালাচ্ছে। এখানে কোন সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছিনা। এ নির্বাচন প্রহসনমুলক। নির্বাচনের পরিবেশ না থাকায় ৭ জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলাম।