কর্মগুণে পুরস্কৃত হলেন পুলিশ কর্মকর্তা নাজিম
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৫:১১:৩৯ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই নাজিম উদ্দীন নিজ কর্মগুণে পুরষ্কৃত হলেন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এহসান শাহ (অতিরিক্ত ডিআইজি) পুরস্কারের নগদ অর্থ হাতে তুলে দেন।
এসময় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, তাহিরপুর সার্কেল ও অফিসার ইনচার্জ তাহিরপুর উপস্থিত ছিলেন।উল্লেখ, মঙ্গলবার দুইবার পুরস্কৃত হওয়া ছাড়াও ৫ম বারের মত ২৩ সালের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে ও এক কোটি টাকার ভারতীয় বিভিন্ন আইটেমের অবৈধ পণ্য উদ্ধারসহ অন্যান্য ভাল কাজের স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ পুরস্কার পান।