মধ্যনগর উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৯:৪৩ অপরাহ্ন
মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের কার্যকরী পরিষদের এক সভা ৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর চৌহাট্টাস্থ ইউনিভার্সেল কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি মোঃ আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ সভাপতি বাহার উদ্দিন আকন্দ, সহ-সভাপতি মনোরঞ্জন তালুকদার, তরুণ কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক তাপস তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র সরকার, সহ অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পরেশ চন্দ্র দাশ, শিক্ষা ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন বাবু, দপ্তর সম্পাদক দিবাকর সরকার শেখর, কৃষি ও শ্রম সম্পাদক শাহজাহান কবির, সহ কৃষি ও শ্রম সম্পাদক হিমাংশু সরকার, সহ ক্রীড়া সম্পাদক গোপাল সরকার, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ খোকন মিয়া, সদস্য বাবুল সরকার, বাদল সরকার, বিরাজ তালুকদার, জুবায়েদ হাসান, মোঃ দিলুয়ার হোসেন প্রমুখ।
সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য সিলেটে অবস্থানরত মধ্যনগরবাসী সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। সভায় সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি এডভোকেট রনজিত সরকার-কে শীঘ্র্ই সিলেটে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আসন্ন সংবর্ধনা অনুষ্ঠানটি সফল করার জন্য তাপস তালুকদারকে আহবায়ক ও রেখাবুল আলম সায়েমকে সদস্য সচিব মনোনীত করে ১৯ সদস্য বিশিষ্ট একটি সংবর্ধনা উদযাপন উপ-কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি