জগন্নাথপুরে ইসলামী গজল সন্ধ্যা
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৪:২৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামী গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারো শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইসলামী গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার অধ্যক্ষ ও শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন এর সদস্য সচিব মাওলানা মোঃ আব্দুল হাকীম-এর তত্ত্বাবধানে কেরাত, হামদ/নাত ও হিফজ প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
হবিবপুর গ্রামের মুরব্বি নজরুল ইসলাম হীরা এর সভাপতিত্বে ও হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম সাকের-এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন এর সদস্য সচিব মাওলানা মোঃ আব্দুল হাকীম।
এ সময় হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি আবিবুল বারী আয়হান, সহ-সভাপতি শিহাব উদ্দিন চৌধুরী রেহান, সদস্য রাসেল রহমান, ক্বারী জিল্লুর রহমান, মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক শাহ মুক্তার আলী, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আকিকুর রহমান, এমএ কাদির, অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ, ফিরোজ আলী, দিলু মিয়া সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।