দক্ষিণ সুরমায় ২ লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৮:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক দিনের ব্যবধানে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লালমাটিয়া ও কুচাই এলাকায় লাশ দুইটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার মোগলাবাজার সোনারগাঁও আবাসিক এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোগলাবাজার থানার কুচাই এলাকায় সাবের হোসেনের কলোনির বাসিন্দা মো. মইজ উদ্দিনের (৭০) লাশ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। মইজ উদ্দিন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘুপদিঘি এলাকার এলাহী বক্সের ছেলে।
এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, উদ্ধার হওয়া দুই লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।