সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় কাউন্সিলর নিপু ৩ দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৮:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যা মামলায় সিটি করপোরেশনের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সগির আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী মখলিছুর রহমান বলেন, গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মধুসূদন রায় হিরণ মাহমুদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রোববার আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। দুপুরে রিমান্ড শুনানিকালে আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হিরণ মাহমুদ নিপু সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
এর আগে ১২ ফেব্রুয়ারি সিলেট মহানগর দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করছিলেন কাউন্সিলর হিরণ মাহমুদ। পরে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
গত বছরের ২০ নভেম্বর রাত ১২টার দিকে সিলেট নগরের বালুচর টিবিগেট এলাকা দিয়ে যাওয়ার পথে ছাত্রলীগ কর্মী আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২২ নভেম্বর নিহত আরিফের মা আখি বেগম বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা করেন। এতে হিরণ মাহমুদসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনকে আসামি করা হয়।
আরিফ আহমদ নগরের টিলাগড় এলাকার স্টেট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নাজমুল ইসলামের সমর্থক ছিলেন।