শান্তিগঞ্জে সড়ক নির্মাণে ইউপি চেয়ারম্যানের ভূমিদান
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫০:৫৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ সংবাদদাতা: দীর্ঘ ৭০ বছর ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে ছিলেন শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন হাজিবাড়ির (খারাশাবাড়ি) বাসিন্দারা। ভূমি জটিলতার কারণে সড়ক না থাকায় বর্ষাকালে নৌকাযোগে এবং শুকনো মৌসুমে মেঠোপথেই যাতায়াত করতেন এই এলাকার প্রায় ২০টি পরিবার। তাদের দীর্ঘদিনের দুর্দশা দুর করতে নিজস্ব ৩ শতক ভূমি দান করে ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তা নির্মাণ করে দিচ্ছেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার।
মঙ্গলবার সকাল ১০ টায় শত্রুমর্দন হাজিবাড়ি এলাকার খারাশাবাড়ির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। সড়ক নির্মাণে ইউনিয়ন পরিষদ থেকে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে প্রায় ৭০ বছরের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে খারাশাবাড়ির বাসিন্দাদের।শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, খারাশাবাড়ির বাসিন্দারা বৃটিশ আমল থেকে রাস্তার জন্য দুর্ভোগে ছিলেন। বর্ষাকালে তারা দ্বীপের মত বিচ্ছিন্ন হয়ে যেতেন। পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার তাদের দুর্দশা দুর করতে নিজের ৩ শতক জায়গা দান করেছেন। সেই সাথে ইউনিয়ন পরিষদের বরাদ্দে সড়ক নির্মাণ করে দিচ্ছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার বলেন, শত্রুমর্দন গ্রামের খালিশাবাড়ির বাসিন্দারা বৃটিশ আমল থেকে রাস্তার অভাবে চরম দুর্ভোগে ছিলেন। স্থানীয়দের মাঝে জায়গা নিয়ে জটিলতা থাকার কারণে এর আগে কোনো জনপ্রতিনিধি এই রাস্তার কাজ করতে পারেন নি। তাঁদের দীর্ঘদিনের এই দুর্দশা দূর করার চিন্তা থেকে আমি আমার নিজস্ব ৩ শতক ভূমি দান করে দিয়েছি।
সড়ক নির্মানকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সদস্য আলী আহমদ, জফরুল হক, ফয়জুল হক, নৃপেশ দে, সাবেক ইউপি সদস্য সিরাজ মিয়া, সমাজকর্মী আব্দুল মিয়া, যুবলীগ নেতা বদরুল ইসলাম টিপু, আজাদ মিয়া, ফারুক মিয়া প্রমুখ।