নগরে ছাত্রলীগ কর্মী খুন : রিমান্ড শেষে কারাগারে কাউন্সিলর নিপু
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২৯:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যা মামলার প্রধান আসামি সিটি করপোরেশনের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে রিমান্ড কারাগারে পাঠানো হয়েছে। বুধবার তিন দিনের রিমান্ড শেষ পুলিশ তাকে আদালতে হাজির করলেও নিপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেননি।
এদিকে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যার ঘটনায় কাউন্সিলর নিপু রিমান্ডে পুলিশকে বিশেষ কোনো তথ্য দেননি। কিছু না জানালেও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্তকাজ এগিয়ে নিচ্ছে পুলিশ।
এসএমপি’র মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- পুলিশের কাছে অনেক তথ্য-প্রমাণ রয়েছে। প্রধান অভিযুক্ত ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি বা জিজ্ঞাসাবাদের সময় বিশেষ তথ্য না দিলেও পুলিশের তদন্তকাজ এগিয়ে নিতে কোনো বেগ পেতে হবে না। এছাড়া পলাতক আসামিকেও গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আদালত সূত্র জানিয়েছে- এ মামলার এজাহার আসামি ১০ জন। এরমধ্যে ৯ জনই কারাগারে রয়েছেন। আর সবুজ আহমদ নামের এক আসামি পলাতক রয়েছেন।
গত বছরের ২০ নভেম্বর রাত ১২টার দিকে সিলেট মহানগরের বালুচর টিবিগেট এলাকায় ছাত্রলীগ কর্মী আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
আরিফ মহানগরের টিলাগড় এলাকার স্টেট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নাজমুল ইসলামের সমর্থক ছিলেন। তার পরিবারের অভিযোগ- সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে আরিফকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাÐের ঘটনায় ২২ নভেম্বর নিহত আরিফ আহমদের মা আখি বেগম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেন। এতে হিরণ মাহমুদসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।