জগন্নাথপুরে লীলা কীর্ত্তন উৎসব
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৬:২৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজার জগন্নাথ জিউড় মন্দির কমিটির উদ্যোগে মন্দিরে প্রতি বছরের মতো এবারো ৪ দিন ব্যাপী অষ্টপ্রহর লীলা কীর্ত্তন উৎসব চলছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে এ উৎসব শুরু হয়েছে।
উৎসব শান্তিপূর্ণভাবে পালনে সার্বিক সহযোগিতা করছেন রাণীগঞ্জ বাজার জগন্নাথ জিউড় মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধনেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার রায়, সহ-সভাপতি মন্তোষ দেব মলয়, সহ-সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস, রাজিব তালুকদার, বাদল দাস, কমল রায়, কাজল রায়, রাধিকা রঞ্জন রায়, ভেনু ভূষণ রায়, নিশিকান্ত রায়, দীপক দেবনাথ, বিমল দাস, অতিন্দ্র সূত্রধর, রজত রায়, লোকনাথ দেব, কৃষ্ণ দাস, সৌরভ দাস, সৌরভ দেব, সুবল দেব, মিঠন দেব, সজল সরকার, ধনঞ্জয় সরকার, মাধব সরকার সহ কমিটির সকল নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।
এতে মৌলভীবাজার থেকে আসা রাধা-গোবিন্দ, ছাতক থেকে আসা গীতা সংঘ, ভারতের উত্তর পর্গণা থেকে আসা শান্তি পার্বতী ও কলকাতা থেকে আসা রাধামাধব সম্প্রদায় সহ দেশ ও বিদেশ থেকে আসা বিভিন্ন নামীদামী কীর্ত্তনী দল লীলা কীর্ত্তন পরিবেশন করেন।