সিলেটে চোরাই চিনির চালানসহ ৩ চোরাকারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২:১৪:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ভারতীয় চিনির চালানসহ পেশাদার তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ১৪০ বস্তা চিনি উদ্ধার করা হয়। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- নগরীর সুবিদবাজার প্রত্যাশা এলাকার মৃত শফিক উল্লাহ ছেলে সাইদুল হক (৩০), জালালাবাদ থানাধীন মইয়ারচরের মৃত মোক্তার আলীর ছেলে মোঃ সোহেল রানা ওরফে ওয়ালটন মামুন (৩৩), বনকলাপাড়ার মৃত আছদ্দর আলীর ছেলে জাকির হোসেন (২২)।
নিশ্চিত করে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চোরাকারবারি। তাদের বিরুদ্ধে ছিনতাইসহ থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে মহানগরের তেমুখী বাইপাস পয়েন্টস্থ রাস্তার মোড়ে পুলিশের চেকপোষ্টকালে দুইটি মোটরসাইকেল ও ১টি ট্রাক ঘটনাস্থলে এসে পুলিশ দেখে গতিপথ পাল্টানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ট্রাক ও মোটরসাইকেলসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ১৪০ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করা হয়। যাহার বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ধৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।