আদালতের রায়ে যাদুকাটা বালুমহাল ইজারা অবৈধ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৬:০০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: পাথর মিশ্রিত বালু মহাল দাবি করে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে সুনামগঞ্জের যাদুকাটা নদীর ফাজিলপুর বালিমিশ্রিত পাথর কোয়ারীর সৃজিত দুটি বালু মহালের নামে ইজারা কার্যক্রম অবৈধ বলে রায় দিয়েছেন আদালত।
ফেরদৌস আলম নামের স্থানীয় এক ব্যবসায়ী যাদুকাটা নদীর ফাজিলপুর পাথর মিশ্রিত বালু মহাল নামে মাটিবালু আইন ২০১০/১১ অনুযায়ী বালুমহাল ঘোষণাকে অবৈধ দাবি করে হাইকোর্টে এই রিট মামলাটি দায়ের করেছিলেন ২০২৩ সালে। বুধবার চূড়ান্ত শুনানি শেষে মহাল দুটির ইজারা কার্যক্রম অবৈধ বলে আদেশ দেন বিচারপতি কে এম কামরুল কাদের ও খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী এডভোকেট রবিউল আলম বুদু, এডভোকেট মোখলেছুর রহমান শুনানি করেন। এডভোকেট শিউলি খানম রায়ের বিষয়টি এডভোকেট সার্টিফিকেট দিয়ে নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল দুটির ১৪৩০ ও ১৪৩১ বাংলা সনের ইজারা বিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন (নং- ২১৭০/২৩) শুনানি শেষে ইজারা কার্যক্রম অবৈধ ঘোষণার রায় দিয়েছেন আদালত। এখন হতে যাদুকাটায় আইনত কোন ইজারাদার নেই এবং উক্ত যাদুকাটা নদীর বালিমিশ্রিত পাথর কোয়ারী ইজারা প্রদানের এখতিয়ার নেই।