দোয়ারায় জাতীয় বীমা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ৭:১৮:০৮ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উদ্বুদ্ধকরণ সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা নির্বাচন অফিসার মোশাররফ হোসেন খান,শাহিনুর রহমান দোয়ারাবাজার পপুলার লাইফ ইনস্যুরেন্সের কর্মকর্তা ও মাঠকর্মীবৃন্দ, সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, সাধারণ সম্পাদক মো আশিক মিয়া প্রমুখ।