কদমতলীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৪, ৭:৩৮:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ১১৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- নগরীর শাহজালাল উপশহর জি ব্লক ১ নাম্বার রোডের ২৩ নম্বর বাসার বাসিন্দা মৃত আকদ্দছ আলীর ছেলে মো. সানু মিয়া ওরফে জানু মিয়া (৫৬), গোলাপগঞ্জ উপজেলার দরগা বাজার কোনাগাও এলাকার মৃত লোকমান মিয়ার ছেলে জুনেদ আহমদ (২০) ও বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল গণি ছেলে ও নগরীর মিরাপাড়া ১ নাম্বার রোডের ৩৪ নম্বর বাসার বাসিন্দা আনোয়ার হোসেন (৩৪)।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর কদমতলী এলাকার আবাসিক হোটেল জুই রেস্ট হাউসের ৪র্থ তলার ৪০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিরা জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মহানগরের বিভিন্ন স্থানের মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রয় করে থাকে।