উপশহরে খুনের ঘটনায় মামলা, ঘাতক মামা পলাতক
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ৮:২৪:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর উপশহরে মামার হাতে মিজানুর রহমান রাফি (২৪) নামের এক যুবক খুনের ঘটনায় মামলা হয়েছে। নিহতের বাবা আব্দুল বারী বাদি শাহপরান (রহ.) থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপশহর ই-বøকের ২ নম্বর সড়কের ২৯ নম্বর বাসার দরজা ভেঙে রাফির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত মামা আবু সুফিয়ান (৩৮) পলাতক রয়েছে। তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শাহপরান (র:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ নিহতের মামা আবু সুফিয়ানকে খুঁজছে। তাকে পাওয়া গেলে ঘটনার রহস্য বের হয়ে আসবে।
পুলিশ জানিয়েছে, জকিগঞ্জের বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের বদরুদ্দিনের ছেলে আবু সুফিয়ান নগরের চালিবন্দর এলাকায় পাইকারি ব্যবসায়ী। তার দোকানের ম্যানেজার হিসেবে ছিলেন ভাগ্নে রাফি। সম্প্রতি ভাগ্নের বিরুদ্ধে দোকানের টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এরই জের ধরেই বেশ কয়েকদিন ধরে মামা-ভাগ্নের মধ্যে দ্ব›দ্ব চলছিলো। পুলিশের ধারণা এই টাকা নিয়ে দ্ব›েদ্বর কারণে রাফিকে হত্যা করা হয়। মরদেহের পাশে থেকে লোহার পাইপ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। রাফির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।