চোরাই মোবাইলসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৪, ৭:৪৭:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে চোরাই মোবাইলসহ এক যুবককে গ্রেফতার হয়েছেন। গ্রেফতার জুয়েল আহমেদ (২৫) এসএমপির এয়ারপোার্ট থানার বড়শলা গ্রামের আব্দুল নুরের ছেলে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া বিভাগ।
মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীর বিমানবন্দর থানার বড়শলা সাকিনস্থ মোঃ রাসেল মিয়ার (বসতঘর থেকে গত ২০ মার্চ সকাল ৬টার দিকে ২টি মোবাইল ফোন, ৩ ভরি ওজনের রুপার গয়না ও নগদ ৫ হাজার টাকা চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ২১ মার্চ রাত ১০টার দিকে বড়শলা নয়াবাজারস্থ সবজি বাজার থেকে এয়ারপোর্ট থানা পুলিশ সাধারণ জনতার সহায়তায় অফিসার এসআই আব্দুল কাদির অভিযুক্তকে আটক করেন।
তিনি জানান, চোরাইকৃত ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে বিমানবন্দর থানার মামলা দায়ের হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।