জগন্নাথপুরে কৃষক কৃষাণী প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৪, ৮:০৪:০৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে পৃথকভাবে কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ফ্লাড রিকনোস্ট্রাকশন এমারজেন্সি এসিসটেন্স প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সব ধরণের রোগবালাই থেকে ফসল রক্ষাসহ কৃষক কৃষাণীদের আধুনিক প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা ইকবাল আজাদ, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ ও উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রশিক্ষণার্থী কৃষক কৃষাণীরা অংশগ্রহণ করেন।