সুনামগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৪, ৮:০২:১২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। বিকেল হলেই শহর গ্রামের বিপনী বিতানগুলোতে জমে উঠে ভীড়। তবে ক্রেতারা বলছেন পোষাকের দাম খুব চড়া। উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের লোকজন ছাড়া নিম্নবিত্তদের ঈদের হাটে তেমন দেখা মিলছেনা।
সরজমিনে ঘুরে দেখা গেছে পরিবার-পরিজনের জন্য নতুন জামা-কাপড় কিনতে শহরের সুরমা মার্কেট, দোজা মার্কেট, নেজা প্লাজা, মৌ ফ্যাশন, লন্ডন মার্কেটসহ পৌর নিউ মার্কেট, পুরান বাজার, সদর রোডে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। পিছিয়ে নেই ফুটপাতের বেচাকেনাও। স্বল্প দামে পছন্দের নতুন পোশাক কিনতে সেখানেও দেখা গেছে ক্রেতা সাধারণের ভিড়। অন্য বছরের তুলনায় এবার রোজার শুরু থেকেই কমবেশি কেনাকাটা শুরু করেছেন ক্রেতারা।
দোকানিরা বলছেন, রমজানের শেষদিকে আরও জমজমাট হবে বেচা-কেনা। মেয়েদের পোশাক বিশেষ করে থ্রিপিস, বিভিন্ন ডিজাইনের বোরকা, ছেলেদের শার্ট, প্যান্ট, পায়জামা-পাঞ্জাবি, গেঞ্জি বেশি বিক্রি হচ্ছে। পোশাক বিক্রির পাশাপাশি জুতার দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় প্রচ-। সুরমা মার্কেটের দোকানিরা জানান, গত বছরের চেয়ে এ বছর ক্রেতাদের ভিড় বেশি। সামনে পহেলা বৈশাখেরও কেনাকাটার চাপ পড়ছে বেশি স্টাফ রাখতে হয়েছে।
মধ্যবিত্ত পরিবারের এক ভদ্রমহিলা জানান, কাপড়-চোপড়ের দাম অনেক বেশি। ছেলে-মেয়েরা স্কুল কলেজে লেখাপড়া করে। কষ্ট হলেও ওদের জন্য কিনতে হয়। দোকানিরা দাম কয়েকগুণ বেশি চায়। মানুষ যাতে প্রতারিত না হয় এজন্য সরকারের নজরদারী বাড়ানো উচিত।