চা বাগানের প্রবেশমুখ থেকে ফেনিসিডিলসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৪, ৬:৪৬:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ৩৫ বোতল ফেনিসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে এসএসপির এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগের ফজলু মিয়ার ছেলে রোমান (২০) ও একই উপজেলার সিদ্ধিপুরের রমজান আলীর ছেলে মো. জাবেদ (১৯)।
এসএমপির মিডিয়া শাখা জানায়- বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়ার নির্দেশে একদল পুলিশ সময় সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে অভিযান চালায়। এ সময় মহাসড়কের কেওয়াছড়া চা বাগানের প্রবেশমুখ থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ৩৫ বোতল ফেনিসিডিল জব্দ করে পুলিশ। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। পরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।