শিশু সাকিবুল হত্যা: ২৩ দিন পর ৫ জন আটক
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৪, ৮:২৪:০০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ৮ বছরের শিশু সাকিবুল হত্যার ঘটনায় ২৩ দিন পর সন্দেহ জনক ভাবে দুই নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। শনিবার(১১ মে)ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। এর সত্যাতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি। এরপূর্বে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে তাহিরপুরের যাদুকাটা নদীর বালুর চড় থেকে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে বালু চাপা দেয়া অবস্থায় শিশু সাকিবুল ইসলাম(৮) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের হারুন মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার (১৭ এপ্রিল) শিশুটির মা স্কুলে না যাওয়ার কারণে বকা দিলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সন্ধ্যা হলেও সে আর বাড়ি ফিরে নি। অনেক খোঁজাখুঁজির পরদিন বৃহস্পতিবার সকালে যাদুকাটা নদীর পাড়ে শিশুটির একটি হাত দেখতে পায় এলাকার লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থলে এসে সবার উপস্থিততে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে জানাজা নামাজ শেষে দাপন করা হয়। তবে কে বা কারা আর কি কারণে তাকে হত্যা করে মাটি চাপা দেয়া হয়েছে তা জানা যায়নি। এই ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার পর থেকে তদন্ত চলছিল।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দীন জানান, শিশু সাকিবুল হত্যার ঘটনায় সন্দেহজনকভাবে উপজেলার মোদেরগাও গ্রামের মোশাররফ হোসেন খোকা (২১), তার পিতা আব্দুল লতিফ (৪৫) ও তার মা ফিরোজা খাতুন (৪০), মোছাঃ রাবেয়া বেগম (২৮) স্বামী হাবিবুর রহমান, মোশাহিদ আহমেদ (১৯) পিতা আব্দুল লতিফসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড চাওয়া হবে।