শান্তিগঞ্জে বাস চাপায় বাইক চালক নিহত
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৪, ৬:১৭:৫১ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় শিব্বির আহমদ (৩৩) নামে এক বাইক চালক নিহত হয়েছেন। নিহত শিব্বির আহমদ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। এ ঘটনায় সাদ্দাম হোসেন (৩৫) নামে আরেক বাইক আরোহী গুরুতর আহত হন। তিনি একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস শান্তিগঞ্জের দরগাপাশা এলাকায় এলে জগন্নাথপুরগামী মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাইক চালক শিব্বির মারা যান এবং বাইক আরোহী সাদ্দাম হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদির হোসেন জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।