ছাত্র জমিয়ত সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৪, ৭:১৬:৩৮ অপরাহ্ন

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩ টায় বন্দরবাজারস্থ জমিয়ত মিলনায়তনে ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা উত্তরের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ও জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এর যৌথ সঞ্চালনায় বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদেমানী। এতে প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা খলীলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক কাউসার আহমাদ, দফতর সম্পাদক নাহিদ হাসান।
প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সভাপতি জাকির হোসাইন, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খায়ের, সিলেট জেলা দক্ষিণের সভাপতি কাওসার আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি সোহাইল আহমদ ইয়াহইয়া, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক লিয়াকত আলী। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় সিলেট বিভাগের আওতাধীন সাংগঠনিক শাখার অন্তর্ভুক্ত সিলেট জেলা উত্তর, সিলেট জেলা দক্ষিণ, সিলেট মহানগর, সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলার নির্বাচিত দায়িত্বশীলগনের উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি





