কোম্পানীগঞ্জে পূবালী ব্যাংকের ইসলামিক কর্ণার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৮:২১:১৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় সিলেটের কোম্পানীগঞ্জ শাখায় পূবালী ব্যাংকের ইসলামিক কর্ণার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার টুকেরবাজারে পূবালী ব্যাংক কোম্পানীগঞ্জ শাখা ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রোকন চন্দ্র পালের সভাপতিত্বে ও শাখার সিনিয়র অফিসার ও অপারেশন ম্যানেজার নাজমুল হক চৌধুরীর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিলেট পূর্বাঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ ফজলুল কবির চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডেপুটি জুনিয়র অফিসার এস.এম তোসাদ্দক হোসেন শওন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট পূর্বাঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল হালদার, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী, টুকেরবাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের মেম্বার, সমাজসেবক মিজানুর রহমান মেম্বার, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, ব্যবসায়ী আনেয়ার হোসেন রবি, রফিকুল ইসলাম, সুমন আহমদ, ফুরকান আহমদ, সাংবাদিক কবির আহমদ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টুকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাসুদুর রহমান খাঁন।