রাস্তা-ফুটপাত দিনে মুক্ত, রাতে ফের দখল
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৯:৫২:০১ অপরাহ্ন
জালালাবাদে ‘হকার দৌরাত্ম্যে জিম্মী নগরবাসী- রুখবে কে? শীর্ষক সংবাদ প্রকাশ
স্টাফ রিপোর্টার : হকারের দৌরাত্ম নিয়ে দৈনিক জালালাবাদে ‘হকার দৌরাত্ম্যে জিম্মী নগরবাসী-রুখবে কে?’ শীর্ষক সংবাদ প্রকাশের পর অ্যাকশনে নামে প্রশাসন। সোমবার সকাল থেকেই নগরীর রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় পুলিশ ও সিসিক।
এতে দ্রুত অনেকটা হকারমুক্ত হয় নগরী। বেশিরভাগ রাস্তায় অন্যদিন যেখানে যানবাহন চলাচলে হকারদের জটলায় ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো- সেসব রাস্তায় সোমবার অন্যদিনের মতো যানজট ছিল না। তবে এই অবস্থা মাত্র কয়েক ঘন্টা স্থায়ী ছিল।
দিনের বেলায় অভিযানে যানজট ও হকারমুক্ত রাস্তার ফলে পথচারী ও যাত্রীরা তখন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পরপর পুরনো দৃশ্য ফিরে আসায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পথচারী ফয়সল আহমদ জানান, দৈনিক জালালাবাদের সংবাদ ও প্রশাসনের অ্যাকশন দেখে আশা করেছিলাম এবার মনে হয় রাস্তা-ফুটপাত দখলমুক্ত হলো। কিন্তু না সন্ধ্যার পর ফের হকারদের দৌরাত্ম্য দেখে আশাহত হয়েছি।