আদালত চত্বরে হামলায় বিলাল হত্যা মামলার আসামী আহত
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৯:১৮:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের আদালত চত্বরে যুবদল নেতা বিলাল হত্যা মামলার প্রধান আসামী রুনু মিয়া মঈন ওরপে টেম্পু মঈনসহ তার ২ ছেলের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল নিক্ষেপ করেন। গুরুতর আহত অবস্থায় মঈনকে পুলিশ পাহারায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ২ ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় নরসিংদী এলাকা থেকে নগরীর শাহপরানে অভ্যন্তরীণ কোন্দলে নিহত যুবদল নেতা বিলাল হোসেন মুন্সী হত্যা মামলার প্রধান আসামী পরিবহন শ্রমিক নেতা রুনু মিয়া মঈন ওরপে টেম্পু মঈনসহ তার ২ ছেলে রাসেল (২৮) ও জাকির (৩৬) কে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদেরকে সিলেট শাহপরান থানায় নিয়ে আসা হয়। দুপুরে সিলেটের আদালতে তাদেরকে হাজির করা হয়। এসময় বিক্ষুব্ধ জনতা তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন রুনু মিয়া মঈন ও তার ২ ছেলে আহত হয়। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২ ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে প্রেরণ করা হলেও রুনু মিয়া মঈনকে হাসপাতালে ভর্তি রেখে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য- গত ২৫ নভেম্বর রাতে নগরীর শাহপরান গেইটের বাহুবল এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন যুবদল কর্মী বিলাল। তিনি বিআইডিসি বহর এলাকার জহুরুল ইসলামের ছেলে ও পেশায় রং মিস্ত্রি ছিলেন।
এদিকে বিলাল খুনের পরদিন মঙ্গলবার নিহতের ভাই মোস্তফা বাদী হয়ে শাহপরান থানায় রুনু মিয়া মঈনকে প্রধান অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপর পুলিশ তাৎক্ষনিকভাবে ৬ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেলেও তাদের গ্রেফতার দেখানো হয়নি।